Recent Updates
  • 5
    0 Comments 0 Shares
  • আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী, আমি কি ভুলিতে পারি
    আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী, আমি কি ভুলিতে পারি
    7
    0 Comments 0 Shares
  • মাহে রমজানের সময়সূচী
    মাহে রমজানের সময়সূচী
    6
    0 Comments 0 Shares
  • পাকুন্দিয়া ডট কম এ আপনার পেইজ বা আইডি কিভাবে ভেরিফিকেশন করবেন??

    ## আইডি বা প্রোফাইল ভেরিফিকেশন:
    যা যা লাগবে: মোবাইল নাম্বার, ফটো আইডি এবং ৫০ জনের বেশি ফ্রেন্ড বা ফলোয়ার।
    ১. একাউন্ট খোলার পর ইমেইল ভেরিফিকেশন সম্পন্ন করুন।
    ২. একাউন্ট খুলার পর প্রথমে প্রোফাইল পিকচার, কভার ফটো, সোস্যাল লিংক যোগ করুন এবং যথাযথ তথ্য দিয়ে আপনার প্রোফাইল পুর্ণ করুন।
    ৩. আপনার প্রোফাইলে গিয়ে Setting >> Verification এ গিয়ে ভেরিফিকেশন রিকয়েষ্ট পাঠান।
    ৪. আপনার মোবাইল নাম্বার, ফটো আইডি (জাতীয় পরিচয় পত্র/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স) এর স্ক্যান কপি ইমেইল করুন এই ঠিকানায় [email protected].
    ৫. পরবর্তি কয়েক দিনের মাঝেই আপনার মোবাইলে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে এবং কোড টি ফেরৎ চেয়ে একটি ইমেইল পাঠানো হবে। রিপ্লে ইমেইলে আপনার কোডটি আমাদেরকে পাঠাতে হবে।

    উপরের প্রকৃয়াগুলি সফলভাবে সম্পন্ন করলেই আপনার একাউন্টটি কিছু সময়ের মাঝেই ভেরিফিকেশন হয়ে যাবে।
    .
    ## পেইজ ভেরিফিকেশন:
    যা যা লাগবে: মোবাইল নাম্বার, ফটো আইডি বা ট্রেড লাইসেন্স এবং ৫০টির বেশি Like বা Follower.
    ১. একাউন্ট তৈরী করে প্রথমে প্রোফাইল পিকচার, কভার ফটো যোগ করুন এবং যথাযথ তথ্য দিয়ে পেইজ ইনফরমেশন পুর্ণ করুন।
    ৩. আপনার পেইজে গিয়ে Setting >> Verification এ গিয়ে ভেরিফিকেশন রিকয়েষ্ট পাঠান।
    ৪. আপনার মোবাইল নাম্বার, ফটো আইডি (জাতীয় পরিচয় পত্র/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স)/ট্রেড লাইসেন্স এর স্ক্যান কপি ইমেইল করুন এই ঠিকানায় [email protected].
    ৫. পরবর্তি কয়েক দিনের মাঝেই আপনার মোবাইলে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে এবং কোড টি ফেরৎ চেয়ে একটি ইমেইল পাঠানো হবে। রিপ্লে ইমেইলে আপনার কোডটি আমাদেরকে পাঠাতে হবে।

    উপরের প্রকৃয়াগুলি সফলভাবে সম্পন্ন করলেই আপনার পেইজটি কিছু সময়ের মাঝেই ভেরিফিকেশন হয়ে যাবে।
    14
    0 Comments 0 Shares
  • আসুন জেনে নেই: পাকুন্দিয়া উপজেলার আয়তন: ১৮০.৫২ বর্গ কিমি। অবস্থান: ২৪°১৫' থেকে ২৪°২৪' উত্তর অক্ষাংশ এবং ৯০°৩৭' থেকে ৯০°৪৬' পূর্ব দ্রাঘিমাংশ। সীমানা: উত্তরে হোসেনপুর ও কিশোরগঞ্জ সদর উপজেলা, দক্ষিণে কাপাসিয়া ও মনোহরদী উপজেলা, পূর্বে কটিয়াদি উপজেলা, পশ্চিমে গফরগাঁও উপজেলা।
    জনসংখ্যা ২৩৭২১৮; পুরুষ ১২০৩৮৬, মহিলা ১১৬৮৩২। মুসলিম ২৩২২১০, হিন্দু ৪৮৬০, বৌদ্ধ ১০ এবং অন্যান্য ১৩৮।
    জলাশয় প্রধান নদ-নদী: পুরাতন ব্রহ্মপুত্র, বানার, নরসুন্দা, মঙ্গলাহাট; পদ্মকুড়ি বিল, ভরাবিল, কাহেতেরদিয়া বিল, চৈত্যকবালী বিল, বড় নালা বিল, বেজুরনালা বিল,নাওথাঘ্যা বিল দিঘা বিল উল্লেখযোগ্য।
    প্রশাসন পাকুন্দিয়া থানা গঠিত হয় ১৯২২ সালে এবং থানাকে উপজেলায় রূপান্তর করা হয় ১৪ সেপ্টেম্বর ১৯৮৩ সালে।
    মোট ইউনিয়ন : ১০টি
    মৌজা : ৯৭টি এবং
    গ্রাম : ১৭২টি

    প্রাচীন নিদর্শনাদি ও প্রত্নসম্পদ এগারসিন্দুর ঈসা খাঁর দুর্গ, মুগল আমলের মসজিদ।
    মুক্তিযুদ্ধের ঘটনাবলি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় উপজেলা সদরে তারাকান্দি,কোদালিয়া ও কালিয়াচাপরাসহ বিভিন্ন স্থানে বীর মুক্তিযোদ্ধারা পাক-হানাদারদের সঙ্গে সম্মুখ লড়াইয়ে অবতীর্ণ হয়। পাক-হানাদারদের দোসর রাজাকার ও দালালসহ ২০০ জনকে হত্যা করে। মৃতদেহগুলো বর্তমান বিএডিসি ভবন সংলগ্ন স্থানে একত্রে মাটি চাপা দেয়া হয়। মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখার জন্য মুক্তিযোদ্ধা বদিউল আলম বদি ‘বীর বিক্রম’ উপাধি লাভ করেন। পাকুন্দিয়া ডিসেম্বর মাসে শত্রুমুক্ত হয়।
    ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ ৩১৫, মন্দির ৫, মাযার ৪টি।
    শিক্ষার হার, শিক্ষা প্রতিষ্ঠান গড় হার ৪৮.২%; পুরুষ ৪৯.২%, মহিলা ৪৭.২%।
    উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান: পাকুন্দিয়া ডিগ্রি কলেজ (১৯৬৫), পাকুন্দিয়া আদর্শ মহিলা ডিগ্রি কলেজ (১৯৯৩), হোসেন্দি আদর্শ ডিগ্রি কলেজ (১৯৯৩), জাঙ্গালিয়া ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ (১৯৬৯), কোদালিয়া এস আই উচ্চ বিদ্যালয় (১৯১০), পাকুন্দিয়া আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয় (১৯৫৮), মঙ্গলবাড়ীয়া কামিল মাদ্রাসা (১৮০২), তারাকান্দি ফাজিল মাদ্রাসা (১৯১৯)।

    জনগোষ্ঠীর আয়ের প্রধান উৎস কৃষি ৬৬.৯০%, অকৃষি শ্রমিক ২.৮৯%, শিল্প ০.৯৩%, ব্যবসা ১০.৮০%, পরিবহণ ও যোগাযোগ ২.৩২%, চাকরি ৫.৮৬%, নির্মাণ ০.৮৫%, ধর্মীয় সেবা ০.১৮%, রেন্ট অ্যান্ড রেমিটেন্স ১.৫০% এবং অন্যান্য ৭.৭৭%।
    কৃষিভূমির মালিকানা ভূমিমালিক ৬৭.১২%, ভূমিহীন ৩২.৮৮%। শহরে ৫৬.৮৬% এবং গ্রামে ৬৭.৫৮% পরিবারের কৃষিজমি রয়েছে।
    প্রধান কৃষি ফসল ধান, ভুট্টা, গম, আলু, শাকসবজি।
    বিলুপ্ত বা বিলুপ্তপ্রায় ফসলাদি আখ, সরিষা, মিষ্টি আলু, পাট।
    প্রধান ফল-ফলাদি আম, জাম, কাঁঠাল, লিচু, কলা, পেঁপে, আনারস।

    মৎস্য, গবাদিপশু ও হাঁস-মুরগির খামার মৎস্য ৫১, গবাদিপশু ৪৪, হাঁস-মুরগি ৬৩, হ্যাচারি ৫।
    যোগাযোগ বিশেষত্ব পাকারাস্তা ৫৬.৩০ কিমি, আধা-পাকারাস্তা ৪.৩১ কিমি, কাঁচারাস্তা ৩৬৪.৮৫ কিমি।
    বিলুপ্ত বা বিলুপ্তপ্রায় সনাতন বাহন পাল্কি।
    শিল্প ও কলকারখানা চিনিকল, ময়দাকল, করাতকল, ধানকল, তেলকল, বেকারি, ইটের ভাটা।
    কুটিরশিল্প তাঁতশিল্প, মৃৎশিল্প, লৌহশিল্প, বুননশিল্প, বাঁশ ও বেতের কাজ।
    হাটবাজার ও মেলা হাটবাজার ২৪, মেলা ১। পাকুন্দিয়া বাজার ও কুদালিয়া মেলা উল্লেখযোগ্য।
    প্রধান রপ্তানিদ্রব্য ধান, কলা, পেঁপে, শাকসবজি।
    বিদ্যুৎ ব্যবহার এ উপজেলার সবক’টি ইউনিয়ন পল্লিবিদ্যুতায়ন কর্মসূচির আওতাধীন। তবে ১৩.৭৯% পরিবারের বিদ্যুৎ ব্যবহারের সুযোগ রয়েছে।
    পানীয়জলের উৎস নলকূপ ৮৪.৫১%, পুকুর ০.৯৭%, ট্যাপ ০.৬৬% এবং অন্যান্য ১৩.৮৬%।
    স্বাস্থ্যকেন্দ্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১, পরিবার পরিকল্পনা কেন্দ্র ৮।
    .
    তথ্য সুত্র: আদমশুমারী: ২০০১।
    13
    0 Comments 0 Shares
  • 7
    0 Comments 0 Shares
  • 9
    0 Comments 0 Shares
More Stories