পাকুন্দিয়া উপজেলার আয়তন: ১৮০.৫২ বর্গ কিমি।
জনসংখ্যা: ২৩৭২১৮ জন।
পাকুন্দিয়া থানা গঠিত হয় ১৯২২ সালে এবং থানাকে উপজেলায় রূপান্তর করা হয় ১৪ সেপ্টেম্বর ১৯৮৩ সালে।
মোট ইউনিয়ন : ১০টি,
মৌজা : ৯৭টি এবং
গ্রাম : ১৭২টি।
শিক্ষার হার ৪৮.২%; পুরুষ ৪৯.২%, মহিলা ৪৭.২%।
প্রাচীন নিদর্শনাদি ও প্রত্নসম্পদ এগারসিন্দুর ঈসা খাঁর দুর্গ, মুগল আমলের মসজিদ।
- 46 people like this
- 17 Posts
- 13 Photos
- 0 Videos
- Live Style
- পাকুন্দিয়া উপজেলা সোস্যাল নেটওয়ার্ক
Recent Updates
- Please log in to like, share and comment!
- ফ্রি অডিও কল
এখন থেকে পাকুন্দিয়া ডট কম এর সম্মানিত ইউজারগন ফ্রেন্ডলিস্টের সবার সাথে ফ্রি অডিও কলে কথা বলতে পারবেন।ফ্রি অডিও কল এখন থেকে পাকুন্দিয়া ডট কম এর সম্মানিত ইউজারগন ফ্রেন্ডলিস্টের সবার সাথে ফ্রি অডিও কলে কথা বলতে পারবেন। - আমাদের জাতীয় সংসদ ভবনের নকশাআমাদের জাতীয় সংসদ ভবনের নকশা
-
- আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী, আমি কি ভুলিতে পারিআমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী, আমি কি ভুলিতে পারি
- কালের বিবর্তনে হারিয়ে যায় দেশ-বিদেশ তথা পৃথিবীর বিভিন্ন স্থানের ইতিহাস ও ঐতিহ্য, এমন কি কখনো মুছে যায় পুরোনো দিনের শেষ চিহ্ন টুকুও।
তেমনি ইতিহাস বিবেচনা করলে আমরা পাকুন্দিয়াবাসীও হারিয়েছি অনেক বেশি কিছু।
পাকুন্দিয়ার ঐতিহাসিক স্থাপনাগুলি প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে, একই ভাবে ইতিহাসের পাতা থেকেও মুছে গেছে এক কালের বিখ্যাত স্থান ও জনপদের নাম গুলিও।
মধ্যযুগে বাংলার দ্বিতীয় রাজধানী হিসেবে খ্যাত ও তার প্রধান শাসন কর্তা ইশা খানের প্রধান দুর্গের চিহ্নটুকুও নেই পাকুন্দিয়ার গর্ব এগারসিন্ধুরে।
অনেকেই হয়ত জানি না সেই সময়ে এক দেশ বিখ্যাত বন্দর ছিল কালের গর্ভে বিলীন হয়ে যাওয়া নরসুন্দা নদীর তীরে।
মরা নদী নরসুন্দা যদিও মৃতপ্রায় অবস্থায় তার অস্তিত্বের জানান দিচ্ছে কিন্তু বন্দরের শেষ চিহ্নটুকুও নিশ্চিহ্ন হয়ে গেছে হয়ত শত বছর আগে থেকেই।
হ্যাঁ সেই বিখ্যাত নদী বন্দর ও বানিজ্যিক এলাকার অবস্থান ছিল জাংগালিয়া ইউনিয়নে নরসুন্দা নদীর তীরে দগদগা নামক স্থানে যার নাম ছিল দগদগা বন্দর।
মধ্যযুগের পারস্যের বিখ্যাত পর্যটক ইবনে বতুতা তার বাংলায় ভ্রমন সংক্রান্ত একটি বর্ননায় দগদগা বন্দরের কথা উল্লেখ করে গেছেন।
হয়ত সেই দগদগায় বসবাসকারী লোকজনেই জানে না এটি ছিল এককালের একটি জনবহুল উন্নত জনপদ।কালের বিবর্তনে হারিয়ে যায় দেশ-বিদেশ তথা পৃথিবীর বিভিন্ন স্থানের ইতিহাস ও ঐতিহ্য, এমন কি কখনো মুছে যায় পুরোনো দিনের শেষ চিহ্ন টুকুও। তেমনি ইতিহাস বিবেচনা করলে আমরা পাকুন্দিয়াবাসীও হারিয়েছি অনেক বেশি কিছু। পাকুন্দিয়ার ঐতিহাসিক স্থাপনাগুলি প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে, একই ভাবে ইতিহাসের পাতা থেকেও মুছে গেছে এক কালের বিখ্যাত স্থান ও জনপদের নাম গুলিও। মধ্যযুগে বাংলার দ্বিতীয় রাজধানী হিসেবে খ্যাত ও তার প্রধান শাসন কর্তা ইশা খানের প্রধান দুর্গের চিহ্নটুকুও নেই পাকুন্দিয়ার গর্ব এগারসিন্ধুরে। অনেকেই হয়ত জানি না সেই সময়ে এক দেশ বিখ্যাত বন্দর ছিল কালের গর্ভে বিলীন হয়ে যাওয়া নরসুন্দা নদীর তীরে। মরা নদী নরসুন্দা যদিও মৃতপ্রায় অবস্থায় তার অস্তিত্বের জানান দিচ্ছে কিন্তু বন্দরের শেষ চিহ্নটুকুও নিশ্চিহ্ন হয়ে গেছে হয়ত শত বছর আগে থেকেই। হ্যাঁ সেই বিখ্যাত নদী বন্দর ও বানিজ্যিক এলাকার অবস্থান ছিল জাংগালিয়া ইউনিয়নে নরসুন্দা নদীর তীরে দগদগা নামক স্থানে যার নাম ছিল দগদগা বন্দর। মধ্যযুগের পারস্যের বিখ্যাত পর্যটক ইবনে বতুতা তার বাংলায় ভ্রমন সংক্রান্ত একটি বর্ননায় দগদগা বন্দরের কথা উল্লেখ করে গেছেন। হয়ত সেই দগদগায় বসবাসকারী লোকজনেই জানে না এটি ছিল এককালের একটি জনবহুল উন্নত জনপদ। - শিক্ষা জীবনের পরবর্তি ধাপে পদার্পনকারীদের প্রাণঢালা অভিনন্দন।শিক্ষা জীবনের পরবর্তি ধাপে পদার্পনকারীদের প্রাণঢালা অভিনন্দন।
-
-
- পাকুন্দিয়া নেটওয়ার্কে এ আপনার পেইজ বা আইডি কিভাবে ভেরিফিকেশন করবেন??
## আইডি বা প্রোফাইল ভেরিফিকেশন:
যা যা লাগবে: মোবাইল নাম্বার, ফটো আইডি এবং ৫০ জনের বেশি ফ্রেন্ড বা ফলোয়ার।
১. একাউন্ট খোলার পর ইমেইল ভেরিফিকেশন সম্পন্ন করুন।
২. একাউন্ট খুলার পর প্রথমে প্রোফাইল পিকচার, কভার ফটো, সোস্যাল লিংক যোগ করুন এবং যথাযথ তথ্য দিয়ে আপনার প্রোফাইল পুর্ণ করুন।
৩. আপনার প্রোফাইলে গিয়ে Setting >> Verification এ গিয়ে ভেরিফিকেশন রিকয়েষ্ট পাঠান।
৪. রিকয়েষ্ট পাঠাতে আপনার আপনার সদ্য তোলা ফটো, ফটো আইডি (জাতীয় পরিচয় পত্র/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স) এর স্ক্যান কপি এবং টেক্সটবক্সে আপনার বর্তমান ও সচল মোবাইল নাম্বার, ইমেইল লিখে পাঠান আমাদেরকে।
৫. সব কিছু ঠিক থাকলে পরবর্তি কয়েক দিনের মাঝেই আপনার একাউন্টটি ভেরিফাই হয়ে যাবে। অথবা আপনার মোবাইলে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে এবং কোড টি ফেরৎ চেয়ে একটি ইমেইল পাঠানো হবে। রিপ্লে ইমেইলে আপনার কোডটি আমাদেরকে পাঠাতে হবে।
উপরের প্রকৃয়াগুলি সফলভাবে সম্পন্ন করলেই আপনার একাউন্টটি কিছু সময়ের মাঝেই ভেরিফিকেশন হয়ে যাবে।
.
## পেইজ ভেরিফিকেশন:
যা যা লাগবে: মোবাইল নাম্বার, ফটো আইডি বা ট্রেড লাইসেন্স এবং ৫০টির বেশি Like বা Follower.
১. একাউন্ট তৈরী করে প্রথমে প্রোফাইল পিকচার, কভার ফটো যোগ করুন এবং যথাযথ তথ্য দিয়ে পেইজ ইনফরমেশন পুর্ণ করুন।
৩. আপনার পেইজে গিয়ে Setting >> Verification এ গিয়ে ভেরিফিকেশন রিকয়েষ্ট পাঠান।
৪. রিকয়েষ্ট পাঠাতে আপনার আপনার সদ্য তোলা ফটো, ফটো আইডি (জাতীয় পরিচয় পত্র/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স/ট্রেড লাইসেন্স) এর স্ক্যান কপি এবং টেক্সটবক্সে আপনার বর্তমান ও সচল মোবাইল নাম্বার, ইমেইল লিখে পাঠান আমাদেরকে।
৫. সব কিছু ঠিক থাকলে পরবর্তি কয়েক দিনের মাঝেই আপনার একাউন্টটি ভেরিফাই হয়ে যাবে। অথবা আপনার মোবাইলে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে এবং কোড টি ফেরৎ চেয়ে একটি ইমেইল পাঠানো হবে। রিপ্লে ইমেইলে আপনার কোডটি আমাদেরকে পাঠাতে হবে।
** ক্ষেত্র বিশেষে ফ্রেন্ড/ফলোয়ারের সংখ্য শিথিলযোগ্য।
উপরের প্রকৃয়াগুলি সফলভাবে সম্পন্ন করলেই আপনার পেইজটি কিছু সময়ের মাঝেই ভেরিফিকেশন হয়ে যাবে।পাকুন্দিয়া নেটওয়ার্কে এ আপনার পেইজ বা আইডি কিভাবে ভেরিফিকেশন করবেন?? ## আইডি বা প্রোফাইল ভেরিফিকেশন: যা যা লাগবে: মোবাইল নাম্বার, ফটো আইডি এবং ৫০ জনের বেশি ফ্রেন্ড বা ফলোয়ার। ১. একাউন্ট খোলার পর ইমেইল ভেরিফিকেশন সম্পন্ন করুন। ২. একাউন্ট খুলার পর প্রথমে প্রোফাইল পিকচার, কভার ফটো, সোস্যাল লিংক যোগ করুন এবং যথাযথ তথ্য দিয়ে আপনার প্রোফাইল পুর্ণ করুন। ৩. আপনার প্রোফাইলে গিয়ে Setting >> Verification এ গিয়ে ভেরিফিকেশন রিকয়েষ্ট পাঠান। ৪. রিকয়েষ্ট পাঠাতে আপনার আপনার সদ্য তোলা ফটো, ফটো আইডি (জাতীয় পরিচয় পত্র/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স) এর স্ক্যান কপি এবং টেক্সটবক্সে আপনার বর্তমান ও সচল মোবাইল নাম্বার, ইমেইল লিখে পাঠান আমাদেরকে। ৫. সব কিছু ঠিক থাকলে পরবর্তি কয়েক দিনের মাঝেই আপনার একাউন্টটি ভেরিফাই হয়ে যাবে। অথবা আপনার মোবাইলে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে এবং কোড টি ফেরৎ চেয়ে একটি ইমেইল পাঠানো হবে। রিপ্লে ইমেইলে আপনার কোডটি আমাদেরকে পাঠাতে হবে। উপরের প্রকৃয়াগুলি সফলভাবে সম্পন্ন করলেই আপনার একাউন্টটি কিছু সময়ের মাঝেই ভেরিফিকেশন হয়ে যাবে। . ## পেইজ ভেরিফিকেশন: যা যা লাগবে: মোবাইল নাম্বার, ফটো আইডি বা ট্রেড লাইসেন্স এবং ৫০টির বেশি Like বা Follower. ১. একাউন্ট তৈরী করে প্রথমে প্রোফাইল পিকচার, কভার ফটো যোগ করুন এবং যথাযথ তথ্য দিয়ে পেইজ ইনফরমেশন পুর্ণ করুন। ৩. আপনার পেইজে গিয়ে Setting >> Verification এ গিয়ে ভেরিফিকেশন রিকয়েষ্ট পাঠান। ৪. রিকয়েষ্ট পাঠাতে আপনার আপনার সদ্য তোলা ফটো, ফটো আইডি (জাতীয় পরিচয় পত্র/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স/ট্রেড লাইসেন্স) এর স্ক্যান কপি এবং টেক্সটবক্সে আপনার বর্তমান ও সচল মোবাইল নাম্বার, ইমেইল লিখে পাঠান আমাদেরকে। ৫. সব কিছু ঠিক থাকলে পরবর্তি কয়েক দিনের মাঝেই আপনার একাউন্টটি ভেরিফাই হয়ে যাবে। অথবা আপনার মোবাইলে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে এবং কোড টি ফেরৎ চেয়ে একটি ইমেইল পাঠানো হবে। রিপ্লে ইমেইলে আপনার কোডটি আমাদেরকে পাঠাতে হবে। ** ক্ষেত্র বিশেষে ফ্রেন্ড/ফলোয়ারের সংখ্য শিথিলযোগ্য। উপরের প্রকৃয়াগুলি সফলভাবে সম্পন্ন করলেই আপনার পেইজটি কিছু সময়ের মাঝেই ভেরিফিকেশন হয়ে যাবে।
More Stories